ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, আগস্ট ২৪, ২০২৫
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েকজন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাব্বির হোসেন হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন ও আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবনের আদেশ পাওয়া আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

রোববার (২৪ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা কয়েক আসামির উপস্থিতিতে এ রায় দেন।  

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার পোতাজিয়া গ্রামের মোকছেদ আলী শেখের ছেলে ওয়াজ আলী, আব্দুল হামিদ ও আরশেদ আলী, তাদের আত্মীয় মোকবেল শেখের ছেলে আব্দুস সামাদ, মৃত এলাহী বক্সের ছেলে মো. কুনু, ইদ্রিস আলী এবং ওয়াজ আলীর ছেলে সেলিম রেজা।  

এছাড়া রাউতারা গ্রামের মো. আব্দুর রহিমকে দুই বছর করে এবং পোতাজিয়ার নাজমুল, আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলী প্রত্যেকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।  

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. গোলাম সরওয়ার খান এসব তথ্য নিশ্চিত করেছেন।  

মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে পোতাজিয়া গ্রামের ওসমান গণির সঙ্গে আসামিদের বিরোধ ছিল। এরই জের ধরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এসময় সাব্বির হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে সাব্বির বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।  

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে ১৩ বছর পর রোববার এ রায় দিলেন আদালত।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।