ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গাইবান্ধায় কাভার্ডভ্যান চাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০১, আগস্ট ২৬, ২০২৫
গাইবান্ধায় কাভার্ডভ্যান চাপায় নিহত ২ লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় ব্যাটারিচালিত রিকশাভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত পৌনে ৮টার রংপুর-ঢাকা মহাসড়কে পৌরশহরের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার হামিদুল ইসলাম (৩৭) এবং একই এলাকার রকি মিয়া (২৮)।  

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী রিকশাভ্যানটি নির্ধারিত লেন ছেড়ে মহাসড়কের মাঝ দিয়ে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চাপায় রিকশাভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে রিকশাভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন চালকসহ আরেক যাত্রী।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহত দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কাভার্ডভ্যানটি ঘটনাস্থল ত্যাগ করায় কাউকর গ্রেপ্তার করতে পারিনি। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।  
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।