ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গৌরনদীতে বাস-মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, আগস্ট ২৮, ২০২৫
গৌরনদীতে বাস-মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

বরিশালের গৌরনদীতে বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সূত্রপাত হয় সকাল সাড়ে ১১টার দিকে। নথুল্লাবাদ এলাকায় যাত্রী তুলতে গিয়ে এক মাহিন্দ্রা চালকের সঙ্গে বাস শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এসময় বাস শ্রমিকরা মাহিন্দ্রার পেছনে লাঠি দিয়ে আঘাত করে এবং চালককে সরিয়ে দেয়। পরে ক্ষুব্ধ চালক হুমায়ুন অন্যান্য মাহিন্দ্রা শ্রমিকদের জড়ো করে।

এরপর নথুল্লাবাদ থেকে ছেড়ে আসা এসআর পরিবহনের একটি বাস বাটাজোরে পৌঁছলে মাহিন্দ্রা শ্রমিকরা বাসে হামলা চালায়। এসময় চালক, হেলপার ও সুপারভাইজারকে নামিয়ে মারধর করা হয়। এমনকি প্রতিবাদ করতে গেলে দুইজন যাত্রীকেও পিটিয়ে আহত করা হয় বলে জানান বরিশাল বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম ফকির।

এ ঘটনায় ক্ষুব্ধ বাস শ্রমিকরা মহাসড়কে বাস আড়াআড়ি করে প্রায় ৩০ মিনিট অবস্থান নেয়। এতে দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মাহিন্দ্রা চালক হুমায়ুন বলেন, বাস শ্রমিকরা অহেতুক আমার মাহিন্দ্রা ভেঙে ফেলে। আমাকে মারধরও করা হয়। পরে আমি বিষয়টি মাহিন্দ্রা সমিতিকে জানাই। এরপর উত্তেজিত শ্রমিকরা বাসটি আটকায়। তবে বাসে হামলা বা মারধরের ঘটনা ঘটেনি। বরং বাস শ্রমিকরাই একজন চালককে উঠিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।