রাজবাড়ী: বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “বিষমুক্ত ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণ” বিষয়ক মতবিনিময় সভা।
সেই সঙ্গে সবজি বীজ বিতরণ এবং মাঠ পরিদর্শন করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মিস্ত্রিরজোলা গ্রামে অর্ধশতাধিক কৃষক ও কৃষাণিদের অংশগ্রহণে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আশরাফ হোসেন খান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার প্রধান উপদেষ্টা, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক কবি সালাম তাছির, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মীর মোশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম, আলীপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনসুর আলম, দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনসহ অনেকে।
সভায় বিষমুক্ত কৃষিকাজের প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে কৃষক ও কৃষাণিদের মাঝে লাল শাক, পুঁই শাক, মরিচ, শসা, ঢেঁড়শ, পালং শাকসহ বিভিন্ন শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
এরপর স্থানীয় কৃষি জমিতে পটল ও বেগুন ক্ষেত পরিদর্শন করেন অতিথিরা। মাঠ পরিদর্শনের সময় তারা বিষমুক্ত চাষ পদ্ধতি সম্পর্কে কৃষকদের উৎসাহিত করেন এবং প্রয়োগযোগ্য কিছু পরামর্শও দেন।
সভায় বক্তারা বলেন, বিষমুক্ত ফসল চাষ শুধু কৃষক নয়, পুরো সমাজের জন্যই স্বাস্থ্যসম্মত ও টেকসই ভবিষ্যতের পথ তৈরি করে।
সভাপতি আশরাফ হোসেন খান বলেন, মতবিনিময় সভায় বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আশরাফ হোসেন খান বলেন, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে দীর্ঘদিন ধরে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার মধ্যে আজকের এ কার্যক্রম ব্যতিক্রম। এ কার্যক্রমের মাধ্যমে কৃষক ও কৃষাণিরা উদ্ধুদ্ধ হয়েছেন এবং তারা বিষমুক্ত ফসল উৎপাদনে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে মতামত ব্যক্ত করেছেন। এটা সবচেয়ে বেশি প্রেরণা দায়ক।
এ কার্যক্রমে কৃষক ও কৃষাণিরা বেশ উচ্ছ্বসিত হয়ে অংশ নেন এবং ভবিষ্যতে বিষমুক্ত কৃষিচর্চা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসআই