ফরিদপুর: ফরিদপুরে সড়কের পাশের জঙ্গলে পড়েছিল অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ। লাশের হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় ছিল।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের উত্তর কোমরপুরের মোল্যাবাড়ি সংলগ্ন কুমার নদ সংলগ্ন সড়কের পাশের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী খুঁজতে থাকে। এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে লাশটি পড়ে থাকতে দেখা যায়। লাশের পরনে কালো কোর্ট ও কালো প্যান্ট রয়েছে। তার হাত-পা রশি দিয়ে ও গামছা দিয়ে চোখ বাঁধা অবস্থায় জঙ্গলের মধ্যে উপুড় করে রাখা ছিল। এছাড়া পচে মুখের কঙ্কাল বের হয়ে পড়েছে এবং পোকায় ঘিরে ধরা ছিল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে লাশটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সাত থেকে আটদিন আগে ফেলে রাখা হয়েছে এবং অর্ধগলিত থাকায় পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেএইচ