ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সৈয়দপুরে জামায়াতে যোগ দিলেন ১১ জন সনাতন ধর্মাবলম্বী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, আগস্ট ৩১, ২০২৫
সৈয়দপুরে জামায়াতে যোগ দিলেন ১১ জন সনাতন ধর্মাবলম্বী সৈয়দপুরে জামায়াতে যোগ দিয়েছে ১১ জন সনাতন ধর্মাবলম্বী

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ১১ জন সনাতন ধর্মাবলম্বী।  

শনিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার বাঙালীপুর ইউনিয়ন জামায়াতের কর্মীসভায় অংশ নিয়ে তারা দলে যোগ দিলে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

জানা গেছে, দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে বাঙালীপুর ইউনিয়নে সনাতন জনগোষ্ঠীর মধ্যে দলীয় প্রচারণা চালান জামায়াতের নেতাকর্মীরা। এসময় ১১ জন সনাতন ধর্মাবলম্বী জামায়াতের সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান।  

তারা হলেন বিষ্ণু, প্রশান্ত পাল, ধীমন, বিপ্লব কুমার, সুশান্ত, অনিমেষ, দীপক, ঋষিকেষ, জয়দেব, অরুন রায় ও মনোরঞ্জন রায়।

বিপ্লব কুমার বলেন, জামায়াতে বলা আছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’। এ আইন যদি বাস্তবায়ন হয় তবে কোনো চুরি, রাহাজানি, চাঁদাবাজি থাকবে না। জামায়াত সেই কাজটা করতে চায়। এ রকম শাসন চলে এলে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তিতে থাকবে পারব। তাই আগামী নির্বাচনে আমরা জামায়াতের পাশে থাকব।

বিষ্ণু বলেন, আমাদের ইউনিয়নে বহুদিনের জমি সংক্রান্ত ঝামেলা মিটিয়েছেন স্থানীয় জামায়াতের নেতারা। বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গেছি, টাকাও খরচ করেছি, কিন্তু কোনো সমাধান পাইনি। দলটির নেতাদের ন্যায়বিচার দেখে মুগ্ধ হয়ে জামায়াতে যোগদান করেছি।

ওই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনাসদস্য মাযহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রেজওয়ানুল হাসান, বাঙালীপুর ইউনিয়ন জামায়াতের আমির জয়নাল আবেদীনসহ অনেকে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।