ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সিংগাইরের মহরউদ্দিন হত্যা মামলার ৮ আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, সেপ্টেম্বর ১, ২০২৫
সিংগাইরের মহরউদ্দিন হত্যা মামলার ৮ আসামি আটক সিংগাইরের মহরউদ্দিন হত্যা মামলার ৮ আসামি আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরের মহরউদ্দিন চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি ইসমাইল ইমরানসহ (৪০) মোট আটজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে র‌্যাব-৪,সিপিসি-৩ এর মানিকগঞ্জ অঞ্চলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মাজহারুল হক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন-টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার খাস তেবারিয়া এলাকার আব্দুল করিমের ছেলে ইসমাইল ইমরান (৪০), মো. মাসুদ রানা(২৯),মো. ওবায়দুর (২২), একই এলাকার নবী আলমের ছেলে মো. তাওহিদ (১৮), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সাইফুল ইসলামের ছেলে সুমন (২৭),মাইন উদ্দিনের ছেলে মো. মনু (৪৫), ঢাকা জেলার ধামরাই উপজেলার ইউসুফ আলীর ছেলে সুরুজ মিয়া (৪৫), সাভার উপজেলার মৃত রোস্তম আলীর ছেলে হাবিবুর রহমান হাবিব(৩২)।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর এলাকায় চলতি বছরের ১৭ আগস্ট রাতে মহরউদ্দিনের গোয়াল ঘড় থেকে গরু নিয়ে যাওয়ার উদ্দেশে বাড়িতে প্রবেশ করে ১২-১৩ জন। গোয়াল থেকে গরু নিয়ে যাওয়ার সময় গরুর ডাকে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। গরু যাতে নিতে না পারে সে জন্য মহরউদ্দিন বাধা দিতে গেলে ডাকাতদলের সদস্যরা চুপ থাকতে বলে এবং তাদের ( ডাকাত)  একজন লোহার রড় দিয়ে মহরউদ্দিন ও তার বড় ছেলে নূর মোহাম্মদ বাবুকে আঘাত করে এবং চারটি গরু পিকাপে করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মহরউদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

ভিকটিম মহর উদ্দীন (৭০) এর অবস্থার অবনতি হলে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (১৮ আগস্ট) মারা যায়। পরে মহরউদ্দিনের চাচাতো ভাই বাদী হয়ে সিংগাইর থানায় খুনসহ ডাকাতির মামলা করেন। র‌্যাবের একটি অভিযানিক টিম ঢাকা জেলার আশুলিয়ার খেজুরটেক (মাজার রোড) এলাকা থেকে খুনসহ ক্লুলেস ডাকাতি মামলার ছদ্মবেশে পলাতক আসামি ইসমাইল ইমরান ও তার সহযোগীদের আটক করা হয়।

র‌্যাব-৪, সিপিসি-৩ এর মানিকগঞ্জ অঞ্চলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মাজহারুল বলেন, সব আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় আসামিদের হস্তান্তর করা হয়েছে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।