মাগুরা: চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের ছোটভাই মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) আটক করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাকে আটক করে।
চুয়াডাঙ্গা সদর থানা সূত্রে জানা গেছে, আশরাফুজ্জামান হিসাম দর্শনার জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন সংবাদের ভিতিত্তে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে তালাবদ্ধ একটি ব্যাগ জব্দ করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে যাওয়া হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আশরাফুজ্জামান নামে একজন আওয়ামী লীগ নেতা আটক হয়েছেন বলে সংবাদ পেয়েছি। তাকে মাগুরায় নিয়ে আসার জন্য ইতিমধ্যে পুলিশের একটি দল চুয়াডাঙ্গায় রওনা হয়েছে।
গ্রেপ্তার হিসামের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হওয়া অন্তত ৫টি মামলা রয়েছে।
এসএইচ