ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে বাসের ধাক্কায় ডিবির ওসি নিহত, স্ত্রী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২৫
গাজীপুরে বাসের ধাক্কায় ডিবির ওসি নিহত, স্ত্রী আহত মোস্তাফিজ হাসান, সংগৃহীত ছবি

গাজীপুর: গাজীপুরে পুলিশ লাইনের সামনে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মুস্তাফিজ হাসান (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী লতিফা।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মুস্তাফিজ হাসান রাজশাহীর কাজলা ধরমপুর এলাকার বাসিন্দা। তিনি নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।  

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ওসি মো. মেহেদী হাসান জানান, কর্মস্থল থেকে ছুটি নিয়ে ওসি মুস্তাফিজ হাসান প্রাইভেটকারে করে পরিবারসহ গাজীপুরে বেড়াতে আসেন। একপর্যায়ে তিনি স্ত্রীকে নিয়ে গাজীপুর জেলা পুলিশ লাইনের সামনে ঢাকা-জয়দেবপুর সড়ক পার হচ্ছিলেন। এসময় শিববাড়িগামী দ্রুতগতির একটি বাস তাদের ধাক্কা দিলে স্বামী-স্ত্রী দুজন গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা করে ওসি মুস্তাফিজ হাসানকে মৃত ঘোষণা করেন। পরে তার স্ত্রী লতিফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় ওই বাসসহ চালককে আটক করেছে পুলিশ।  

নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।  

আরএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ