নড়াইল: একটি মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল দেশি অস্ত্র, বিদেশি চাকু, মদ, চোরাই মোবাইল ফোনসহ দুই অভিযুক্তকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১টা পর্যন্ত নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে ‘লক্ষী ভান্ডার’ নামের ওই দোকানে অভিযান চালায় নড়াইল সেনা ক্যাম্প ও জেলা পুলিশের একটি যৌথ দল।
আটকরা হলেন, নড়াইল সদর উপজেলার মুশুরিয়া গ্রামের নিখিল কুন্ডুর ছেলে পিনাক কুন্ডু (৩৬) ও একই উপজেলার বেনাহাটি গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (২১)।
অভিযান সূত্রে জানা যায়, বৃহৎ পাইকারি বাবসায়ী হিসাবে মুদি দোকানে ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও দেশি অস্ত্র কেনাবেচা করে আসছিলেন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষী ভান্ডারের স্বত্বাধিকারী পলাশ কুন্ডু।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে দোকানে অভিযান চালায় নড়াইল সেনা ক্যাম্প। সাথে যোগ দেয় জেলা পুলিশের একটি দল। সেনাবাহিনীর অভিযানের খবরে স্বত্বাধিকারী পলাশ কুন্ডু পালিয়ে গেলেও হাতে নাতে আটক হয় পিনাক কুন্ডু ও শুভ বিশ্বাস।
এসময় মুদি দোকানটিতে তল্লাশি চালিয়ে ৪০টি চোরাই মোবাইল ফোনসেট, পাঁচ বোতল বিদেশি মদ, নয় ক্যান বিয়ার, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশি অস্ত্র, তিনটি হকিস্টিক জব্দ করে সেনাবাহিনী। পরে অস্ত্রশন্ত্রসহ আটকদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এসএইচ