ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

রাজবাড়ীতে আমজাদ হত্যা মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, সেপ্টেম্বর ২৩, ২০২৫
রাজবাড়ীতে আমজাদ হত্যা মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার গ্রেপ্তার সুজন মণ্ডল

ফরিদপুরে রাজবাড়ীর আলোচিত আমজাদ খান হত্যা মামলার আসামি সুজন মণ্ডলকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর র‌্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের জোবয়দা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার সুজন রাজবাড়ী সদরের মুচিদহ এলাকার মো. মকিম মণ্ডলের ছেলে।  

ফরিদপুর র‌্যাব-১০, সিপিসি-৩ -এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, ‘র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সুজন মণ্ডলকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

গত ২৩ জুলাই সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে রাজবাড়ী সদরের মুচিদহ এলাকায় বসতবাড়িতে ঢুকে মো. আমজাদ খানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।