ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের  শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, অক্টোবর ১০, ২০২৫
সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের  শিক্ষক নিহত শিব শংকর রায়

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় (৫৮) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। একই সঙ্গে আহত হয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১০ অক্টসকাল ৭টার দিকে নগরে পবা উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ জানায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের আনসার ক্যাম্পের কাছে একটি যানবাহন মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন।  এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিব শংকর রায় মারা যান। আর আসাদুজ্জামানকে গুরুতর জখম অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন।
মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদুল এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন জানিয়েছেন, শিব শংকর রায় ও আসাদুজ্জামান ভোরে মাছ ধরার জন্য নওহাটার দিকে যাচ্ছিলেন। তারা আসাদুজ্জামানের ভ্যাসপা মোটরসাইকেলে চেপে নওহাটার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে থাকা শিব শংকর রায় মাথায় গুরুতর আঘাত পান। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।  

বিশ্ববিদ্যালয় প্রশাসন দুপুরে তার লাশ পাবনার সুজানগরে পাঠাচ্ছে।

এ দুর্ঘটনার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। মার্কেটিং ও দর্শন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছেন। রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এক প্রেসবিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

এসআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।