ঢাকা: ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের বাছাইপর্বের খেলা শুরু হয় ৩ ফেব্রুয়ারি থেকে। ১২০ স্কুলের মোট ২০০০ খেলোয়াড় ১১টি ভেন্যুতে বিভক্ত হয়ে দেশজুড়ে এ বাছাইপর্বে অংশ নেয়।
সেখান থেকে মোট ৩২টি দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। শনিবার (৭ মার্চ) থেকে শুরু হচ্ছে চূড়ান্ত পর্বের খেলা।
এ উপলক্ষে শুক্রবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভা কক্ষে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় স্কুল হকি কমিটির সম্পাদক মামুনুর রশিদ, স্কুল হকির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম কামাল ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফাস্ট সিকিউরিটি ব্যাংকের হেড অব মার্কেটিং আজম খান।
শনিবার বিকেল ৪ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মো: ওয়াসেক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলা লি: এর উপদেষ্টা প্রশাসন কর্ণেল (অব:) মীর মোতাহার হাসান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব মার্কেটিং এন্ড ডেভলপমেন্ট আজম খান।
সংবাদ সম্মেলনে জাতীয় স্কুল হকি কমিটির সম্পাদক মামুনুর রশিদ জানান, 'বাছাইপর্ব থেকে ৩৩০ জন খেলোয়াড় আর ৩৫ জন গোলরক্ষককে বাছাই করা হয়েছে উচ্চতর প্রশিক্ষণের জন্য। আর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ টাকা, রানার্সআপ দল পাবে ২ লাখ টাকা ও তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ১ লাখ টাকা। '
তিনি আরও বলেন, 'এছাড়া টুর্নামেন্টের সেরা স্ট্রাইকার, মিডফিল্ডার, গোলরক্ষক ও রক্ষণভাগের খেলোয়াড় প্রত্যেককে দেয়া হবে ২০ হাজার টাকা করে। এছাড়া ভালো খেলোয়াড়দের সুযোগ থাকবে বিকেএসপিতে ভর্তির। '
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব মার্কেটিং এন্ড ডেভলপমেন্ট আজম খান বলেন, 'ফার্স্ট সিকিউরিটি স্কুল হকির সাথে থাকবে। গত মৌসুমে আমরা স্কুল হকির সাথে ছিলাম। গতবার সেরা ৪৬ খেলোয়াড়কে বৃত্তি প্রদান করা হয়েছে। এবারও বৃত্তি প্রদান করা হবে। হকি ফেডারেশন চাইলে আমরা আরও নাম সংযুক্ত করব বৃত্তির তালিকায়। '
উল্লেখ্য, চূড়ান্ত পর্বের সব খেলা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৫