ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথম আন্তর্জাতিক রাগবিতে অংশ নিচ্ছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
প্রথম আন্তর্জাতিক রাগবিতে অংশ নিচ্ছে বাংলাদেশ ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ৭ ও ৮ মার্চ ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিক প্রি-কোয়ালিফাই  সেভেনস রাগবি-২০১৫। এবারই প্রথম কোন আন্তর্জাতিক রাগবি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ দল।



উক্ত সেভেন এ সাইড রাগবি প্রতিযোগিতায় অংশ নেয়ার লক্ষে ভারতের উদ্দ্যেশে বৃহস্পতিবার রাতে রওনা হয়েছে ১৫ সদস্যের বাংলাদেশ জাতীয় রাগবি দল।

প্রথম রাউন্ডে বাংলাদেশ দলের প্রতিপক্ষরা হলো, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও ইন্ডিয়া ‘এ’ দল।

৭ মার্চ খেলা শুরু হলেও ৫ তারিখ বাংলাদেশ দলের ভারত রওনা প্রসঙ্গে বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী জানান, 'আমরা ভিসার জন্য ভারতীয় অফিসে আবেদন করি গত ১ তারিখে। তারা আমাদের ৩ তারিখে ভিসা দেওয়ার কথা বললেও আমরা ভিসা পেয়েছি বৃহস্পতিবার সন্ধ্যায়। তখন তাড়াতাড়ি করে দলকে বাস যোগে কোলকাতা পর্যন্ত পাঠাই। সেখান থেকে বিমান যোগে চেন্নাইয়ে রওনা হয় দল। কোলকাতা থেকে ট্রেনে চেন্নাইয়ে পৌঁছাতে লাগে দুই দিন। তাহলে আমরা খেলা মিস করতাম। ভারতীয় ভিসা অফিসের এ ধরণের কাণ্ডের জন্য আমাদের বিমান ভাড়া বাবদ বাড়তি দেড় লাখ টাকা বেশি খরচ হলো। যা আমাদের জন্য কষ্টকর। '

দলের ফলাফল সম্পর্কে তিনি বলেন, 'প্রথমবার বাইরে কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ দল। কারা কেমন খেলে তা আমাদের ধারণা নেই। তবে আমরা ভালো করতে চাই। এ সফর থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করতে চাই। যা পরে বাংলাদেশ রাগবির কাজে লাগবে। ’

তিনি আরও যোগ করেন, সময় পেলে সবাইকে জানিয়ে ভারতে রওনা হতো বাংলাদেশ  দল। তা পারিনি বলে আমরা দুঃখিত।

বাংলাদেশ দল : নারায়ন চন্দ্র দেবনাথ পরিচালক (ক্রীড়া) জাতীয় ক্রীড়া পরিষদ (দলনেতা), সাঈদ আহমেদ (ম্যানেজার),  সুমন আব্দুল কাদের (কোচ), কর্মকর্তা (৩জন) দীন ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম এবং মেজর তানিম হাসান খান। খেলোয়াড় (৯জন) সুমন কস্তা (অধিনায়ক), রায়হান, ওয়াসিম আকরাম, মোঃ শহিদুজ্জামান, মোঃ ওবায়দুর রহমান, মোঃ মাহমুদুর রহমান, মোঃ নাদিম মাহমুদ, মোঃ আশরাফ আলী, আতিকুর রহমান এবং মোঃ শামীম কাওছার।

বাংলাদেশ দলের ভারত সফরের যাবতীয় ব্যয় বহন করছে জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)। প্রতিযোগিতা শেষে আগামী ১৩ই মার্চ দেশে ফিরবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।