ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

খেলা

বাংলাদেশ জাতীয় রাগবি দলের প্রথম জয়

নিউজডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, মার্চ ৭, ২০১৫
বাংলাদেশ জাতীয় রাগবি দলের প্রথম জয়

ঢাকা: প্রথমবারের মত আন্তর্জাতিক রাগবি প্রতিযোগিতায় অংশ নিয়ে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় রাগবি দল। ভারতের চেন্নাইয়ে অলিম্পিক প্রি-কোয়ালিফাই সেভেন সাইড রাগবি- ২০১৫ তে অংশ নিয়ে এ জয় পায় বাংলাদেশ দল।



শনিবার (৭ মার্চ) প্রতিযোগিতার দ্বিতীয় খেলায় ৩৬-০ পয়েন্টের বড় ব্যবধানে নেপালকে হারায় বাংলাদেশ।

বিজয়ী বাংলাদেশ রাগবি দলের সদস্যরা হলেন সুমন কস্তা (অধিনায়ক), ওয়াসিম আকরাম, মো. শহিদুজ্জামান, মো. ওবায়দুর রহমান, মো. মাহমুদুর রহমান, মো. নাদিম মাহমুদ, মো. আশরাফ আলী, আতিকুর রহমান এবং মো. শামীম কাওছার।

এছাড়াও দলের সঙ্গে রয়েছেন ম্যানেজার সাঈদ আহমেদ, কোচ সুমন আব্দুল কাদের ও অন্যান্য কর্মকর্তারা।

এ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাংলাদেশ দলের প্রতিপক্ষরা হলো নেপাল, সংযুক্ত আরব আমিরাত এবং ভারত এ দল।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।