ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

খেলা

নতুন কোচের অধীনে নতুন মিশনে ডাচরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, আগস্ট ২১, ২০১৫
নতুন কোচের অধীনে নতুন মিশনে ডাচরা ছবি: সংগৃহীত

ঢাকা: সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে সাত ধাপ পিছিয়ে ১২ নম্বরে অবস্থান করছে নেদারল্যান্ডস। জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পাওয়া ড্যানি ব্লাইন্ড ৩১ জন ফুটবলারকে বেছে নিয়েছেন তার নতুন মিশনের জন্য।



গত জুলাইয়ে গাস হিড্ডিঙ্ক পদত্যাগ করেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাজে পারফর্ম করার দরুণ হিড্ডিঙ্ক দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হন ব্লাইন্ড।

ইউরো ২০১৬’র বাছাইয়ে ব্লাইন্ডের অধীনে ডাচরা সেপ্টেম্বরে আইসল্যান্ড, তুরস্কের বিপক্ষে মাঠে নামবে। পরের মাসে কাজাখস্তান আর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলবে আরিয়েন রোবেন-ফন পার্সিরা-স্নেইডাররা।

৩ সেপ্টেম্বর ঘরের মাঠে আইসল্যান্ডের বিপক্ষে আর ৬ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে তুর্কিদের বিপক্ষে খেলবে ডাচরা।

৩১ জন ফুটবলারের মধ্য থেকে ব্লাইন্ড চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। প্রাথমিক দলে ডাক পেয়েছেন রবিন ফন পার্সি, বায়ার্ন মিউনিখের আরিয়েন রোবেন, গ্যালাতাসারের ওয়েসলি স্নেইডার, ম্যানইউয়ের ড্যালি ব্লাইন্ড, মেম্ফিস ডিপাই, এসি মিলানের নাইজেল ডি জং, ল্যাজিও রোমার স্টেফান ডি ভার্জ আর পিএসজির ভ্যান ডার উইলির মতো তারকারা।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।