ওয়ালটন গ্রুপের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) মো: হুমায়ুন কবির, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন) উদয় হাকিম, অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও অ্যাডিশনাল ডিরেক্টর ফিরোজ আলমসহ অন্যান্যরা।
ওয়ালটনের সংবর্ধনায় সিক্ত হন ম্যারাথন সাঁতারু লিপটন সরকার, ফজলুল কবির সিনা, মনিরুজ্জামান, শামছুজ্জামান আরাফাত ও পারভেজ রশিদ।
১১ এপ্রিল অনুষ্ঠিত ওয়ালটন ১২তম বাংলা চ্যানেল ম্যারাথন সাঁতার সকাল ৯টায় টেকনাফ ফিশারিজ জেটি থেকে শুরু হয় এবং দুপুর ২টার পরে সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে শেষ হয়। যারা সফলভাবে ম্যারাথন সাঁতার সম্পন্ন করেন তাদের মধ্যে দলনেতা লিপটন সরকার ৪ ঘণ্টা ৪০ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দেন। আরেক সাঁতারু ফজলুল কবির সিনাও ৪ ঘণ্টা ৪০ মিনিটে চ্যানেল পাড়ি দেন। বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক মনিরুজ্জামান ৪ ঘণ্টায় পাড়ি দেন। আরেক সাঁতারু শামছুজ্জামান আরাফাত ৪ ঘণ্টা ১০ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দেন। সাঁতারের দলনেতা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন লিপটন সরকার। নেভিগেশন ও রেসকিউ টিম লিডারের দায়িত্ব পালন করেছিলেন সাজ্জাদ খান রনি।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৭
এমআরপি