ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নাসিরের হাফসেঞ্চুরির আক্ষেপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
নাসিরের হাফসেঞ্চুরির আক্ষেপ ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রানে ফিরলেও অর্ধশতক বঞ্চিত হলেন নাসির হোসেন (৪৫)। অ্যাশটন অ্যাগারের বল তার ব্যাট ছুঁয়ে ম্যাথু ওয়েডের গ্লাভসে আটকা পড়ে। অষ্টম উইকেট হারিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিতে শেষ ভরসা এখন মেহেদি হাসান মিরাজ।

নাসির-মিরাজ অষ্টম উইকেট জুটিতে আসে ২৮। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১১ ওভার শেষে ৮ উইকেটে ২৯৩।

মিরাজ ৮ রানে ব্যাট করছেন। অপর প্রান্তে তাইজুল ইসলাম।

মঙ্গলবার (৫ সেপ্টম্বর) আগের দিনের ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম ও নাসির। ভরসার প্রতীক অধিনায়ক মুশফিক দ্রুতই ফিরে যান। চাপের মুখে তার দায়িত্বশীল ইনিংসটি থামে ৬৮ রানে।

ডিফেন্স করতে গিয়ে ব্যাট-প্যাড হয়ে বল স্ট্যাম্পে আঘাত হানে। নাথান লায়নের ষষ্ঠ শিকারে পরিণত হন মুশফিক। সাব্বির রহমানকে (৬৬) ছাড়িয়ে আউট হয়েছেন। এ দু’জনের জুটিই প্রথম দিনে বাংলাদেশকে পথ দেখায়। নাসির হোসেনের সঙ্গে মুশফিকের পার্টনারশিপে আসে ৪৩।

অজিদের ২-০ তে সিরিজ হারাতে দৃঢ়প্রতিজ্ঞ স্বাগতিক শিবির। ঢাকায় অনুষ্ঠিত মিরপুর টেস্টে ২০ রানের রোমাঞ্চকর জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে লিড নেয় টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আরেকটি ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে মুশফিকের দল।

টস জিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ১১৭ রানে পাঁচ উইকেট হারানোর ধাক্কা সামলে মুশফিক-সাব্বিরের জুটিতে (১০৫) স্বস্তি ফেরে। শেষ বিকেলে ছন্দে ফেরা সাব্বির দুর্ভাগ্যজনকভাবে আউট না হলে আরও ভালো অবস্থানে থাকতো দল।

সাব্বিরের দুর্দান্ত ইনিংসটি থামে ৬৬ রানে। নাথান লায়নের লেগসাইড ডেলিভারি মিস করে শরীর ও পায়ের ভারসাম্য রাখতে পারেননি। থার্ড আম্পায়ার রিপ্লেতে স্ট্যাম্পিং হয়ে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন। পূর্ণ হয় লায়নের পাঁচ উইকেট।

ঢাকা টেস্টের দুই ইনিংসেই (৭১ ও ৭৮) অর্ধশতক হাঁকানো তামিম ইকবাল ঘরের মাঠে মাত্র ৯ রান করেন। আরেক ওপেনার সৌম্য সরকার ৩৩ করে বিদায় নেন। আবারো ব্যর্থতার পরিচয় দেন ইমরুল কায়েস (৪)। একাদশে ফেরা মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৩১।

টপঅর্ডারের চারটিই উইকেটই দখল করেন অফস্পিনার লায়ন। দলীয় ১১৭ রানের মাথায় সাকিব আল হাসানকে (২৪) ম্যাথু ওয়েডের গ্লাভসবন্দী করেন বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।