শুক্রবার (৮ সেপ্টেম্বর) টুর্নামেন্টের চতুর্থ দিন বাংলাদেশ তাদের চতুর্থ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয়। মালদ্বীপের বিপক্ষেও বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশের কিশোররা।
এর আগে নিজের প্রথম ম্যাচে ভুটানকে ১১৭-৪৩ পয়েন্টের বড় ব্যবধানে হারায়। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ৮৩-৬৪ পয়েন্টে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে স্বাগতিক নেপালকে হারায় ৬৮-৫৬ পয়েন্টের ব্যবধানে। এর মধ্য দিয়ে গ্রুপপর্বের খেলা শেষ করে বাংলাদেশ।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ভুটানের বিপক্ষে খেলবে ভারত। ইতোমধ্যে ভারত তিন ম্যাচে মাঠে নেমে তিনটিতেই জয় পেয়েছে। ভুটানকে বাংলাদেশ হারিয়েছে ১১৭-৪৩ পয়েন্টে। শক্তিশালী ভারত যে ভুটানকে উড়িয়ে দেবে সেটা অনুমেয়। দুপুরে স্বাগতিক নেপাল খেলবে মালদ্বীপের বিপক্ষে। এর মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন হবে এবং মালয়েশিয়ায় চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ফিবা অনূর্ধ্ব-১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করবে।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ৮ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি