ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

৩ বছরের মধ্যে চ্যাম্পিয়ন হবে সিলেট সিক্সার্স!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
৩ বছরের মধ্যে চ্যাম্পিয়ন হবে সিলেট সিক্সার্স! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট সিক্সার্স চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, অন্তত প্রথমবার না হোক তিন বছরের মধ্যে সিলেট সিক্সার্স চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদী তিনি।

রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স ইনডোর অডিটরিয়ামে সিলেট সিক্সার্সের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এর আগে লোগো উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সিলেট সিক্সার্স শুধু সিলেটের নয়, সারা দেশের গৌরব। কেননা সিলেট সিক্সার্সের জন্য যারা আগ্রহ দেখিয়েছেন, তারা এ দলের সঙ্গে যুক্ত আছেন।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় খেলার মাঠে উপস্থিত থাকতেন। যারা বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে চাইতেন তারা হয় ক্রিকেট স্টেডিয়াম, নয়তো ফুটবল স্টেডিয়ামে পেতেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ‌‘তিনিতো আমার বস’। তার সহযোগিতা, অনুপ্রেরণা না পেলে ক্রীড়া জগতের সঙ্গে সম্পৃক্ত হতে পারতাম না।

সিলেট সিক্সার্সের শুভ কামনা করে দুই আইকন প্লেয়ার সাব্বির রহমান ও নাসির হোসেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোমাদের হাতে সিলেট সিক্সার্সকে অন্তত তিন বছরের জন্য সমর্পন করে দিলাম।

এসময় আরো বক্তব্য রাখেন- সিলেট সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিত, সিলেট সিক্সার্সের ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, উপদেষ্টা লায়লা রহমান কবীর, অঞ্জন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু, আলতামাস কবীর, নিহাদ কবীর, সিলেট সিক্সার্সের পরিচালক ফারুক আহমেদ, প্রধান কোচ জাহিদ এহসান, টিম ম্যানেজার হাসিবুল হুসাইন শান্ত, সিলেট সিক্সার্সের তারকা খেলোয়াড় সাব্বির রহমান ও নাসির হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

এছাড়াও বিভাগীয় কমিশনার নাজমান আরা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মনিরুজ্জামানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও সিলেট সিক্সার্স দলের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তারকা খেলোয়াড় সাব্বির রহমান ও নাসির হোসেন তাদের বক্তব্যে দলের জন্য ভাল কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিক্সার্সের লোগো উন্মোচন করেন অতিথিরা। পরে একই স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিলেট সিক্সার্স দলের মালিক, কর্মকর্তা ও খেলোয়াড়রা।     

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।