বার্মিংহামে অনুষ্ঠিত হচ্ছে কমনওয়েলথ গেমসের এবারের আসর। সেখানে গিয়ে নিখোঁজ হয়েছেন শ্রীলঙ্কার দুই অ্যাথলেট ও একজন কোচ।
বুধবার (৩ আগস্ট) ১০০ মিটারে শ্রীলঙ্কার অ্যাথলেট ইউপুন ইউপুন দক্ষিণ এশিয়ার প্রথম স্প্রিন্টার হিসেবে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছেন। এই ঘটনার পর খবর আসে লংকান ভিলেজ থেকে নিখোঁজ হয়েছেন তিন জন্য সদস্য। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে বার্মিংহাম গেছে দেশটির ১৬১ জন সদস্য।
এই ব্যাপারে গেমসের আয়োজক কমিটি জানিয়েছে, একজন কুস্তি, একজন জুডোকা এবং একজন জুডো কোচ ভিলেজে পাওয়া যাচ্ছেনা। তাদের এই 'রহস্যময় অন্তর্ধান' এর ঘটনার পরেই কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া বাকি লংকান অ্যাথলেট ও কর্মকর্তাদের পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এদিকে শ্রীলঙ্কা দলের মুখপাত্র গোবিনাথ শিবরাজাহ গণমাধ্যমকে বলেছেন, ‘বার্মিংহাম পুলিশ তিনজনের অনুপস্থিতির বিষয়ে তদন্ত করছে। আমরা সকল অ্যাথলেট ও কর্মকর্তাদের বলেছি গেমসের ভিলেজে নিজ নিজ ভেন্যু কর্মকর্তাদের কাছে পাসপোর্ট জমা দিতে। ’
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২২
আরইউ