ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘জিম্বাবুয়েকেও চ্যালেঞ্জিং মনে হয়েছে’, ভারত ম্যাচের আগে তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
‘জিম্বাবুয়েকেও চ্যালেঞ্জিং মনে হয়েছে’, ভারত ম্যাচের আগে তাসকিন ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম থেকে: পেশাদার ক্রিকেটারদের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কিন্তু তুলনামূলক কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইটা বেশি।

ভারতের বিপক্ষে বাংলাদেশ কখনো টেস্টে জয়ের দেখা পায়নি। তাদের বিপক্ষে ১১ টেস্টের নয়টিতেই হার, ড্র পাওয়া গেছে কেবল দুটিতে।

টেস্টে জয় পেতে হলে ২০ উইকেট পাওয়া গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বোলাররা গত দুই বছর ধরে কাজটি করছেন বেশ ভালোভাবে, বিশেষত চলতি বছর তারা আছেন দারুণ ছন্দে। ২০২১ সালে ২৯ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। চলতি বছর ৮ ম্যাচে ৪২.৫২ স্ট্রাইক রেটে ৫১ উইকেট নিয়েছেন তারা।

তবে ভারতের ব্যাটাররা বিশ্বমানের। চলতি বছর পাঁচ টেস্টে তারা চার সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন ১২টি ফিফটি। বিরাট কোহলি-ঋষভ পন্থদের সাজানো ব্যাটিং লাইন আপ চ্যালেঞ্জিং হতে পারে যেকোনো দলের জন্য। উন্নতির পর তাসকিনদের জন্য এটিই কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং মনে হয়। কয়েকদিন আগে জিম্বাবুয়েকেও চ্যালেঞ্জিং মনে হচ্ছিল, যখন ওরা জিতেছে। ’

এমন সিরিজ শুরুর আগে দলের বার্তা কী? জবাবে তাসকিন বলেন, ‘প্রসেসের বাইরে তো কিছু নাই। দিনশেষে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ওরা বিশ্বের অন্যতম সেরা দল, ব্যাটিং উইকেটে তো আরও ভালো। টিম ম্যানেজম্যান্ট বা অধিনায়ক ওদের দুর্বলতা যাই দেক না কেন, বোলারদের বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ। সেটা নিয়ে আমরা অনুশীলন করছি। নিশ্চিতভাবেই সহজ হবে না। কিন্তু আমরাও আমাদের সেরাটা দেবো। ’

পেসারদের বোলিংয়ে উন্নতি নিয়ে তাসকিন বলেন, ‘পেস বোলিং গ্রুপের সবাই...সবার মধ্যে মিল আছে, সবার মধ্যে উন্নতির জায়গা আছে। সেইসঙ্গে ম্যানেজমেট তো সাহায্য করছে, ওয়ার্ক ইথিসকস ভালো হয়েছে। সবাই চেষ্টা করছে। এটা ছাড়া তো কিছু নাই। এই ইচ্ছেটাই যদি থাকে একটা সময় আরও ভালো দল হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।