ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদির জায়গায় ফের পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
আফ্রিদির জায়গায় ফের পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন

পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে শহিদ আফ্রিদির স্থলাভিষিক্ত হলেন সাবেক টেস্ট ক্রিকেটার হারুন রশিদ। এর আগেও এই দায়িত্ব সামলেছেন তিনি।

 

আজ সোমবার লাহোরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি।  

পাকিস্তান ক্রিকেট দলের জার্সিতে ২৩টি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিলেন হারুন। এরপর ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় দলের ম্যানেজার এবং ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ আফ্রিদির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটির সদস্য ছিলেন হারুন।  

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দায়িত্ব ছাড়েন আফ্রিদি। যদিও তাকে দায়িত্ব চালিয়ে নেওয়ার অনুরোধ করেছিল পিসিবি। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজি হননি সাবেক পাকিস্তানি অধিনায়ক।  

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।