ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রুমানাকে ডেকে সতর্ক করেছে বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
রুমানাকে ডেকে সতর্ক করেছে বিসিবি

হুট করেই এক ফেসবুক স্ট্যাটাসে আলোচনার জন্ম দেন নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। বেশ কিছুদিন ধরেই দলের বাইরে আছেন তিনি।

ভারতের বিপক্ষে মেয়েদের দুর্দান্ত সিরিজের পর ফেসবুকে অবসরের ইঙ্গিত দেন রুমানা। তখন তিনি লিখেছিলেন, ‘নো মোর ক্রিকেট’ যার বাংলা অর্থ হয় এমন, ‘আর ক্রিকেট নয়’।  

এমন স্ট্যাটাসের পর অনেকেই ভেবেছিলেন ক্রিকেট থেকে হয়তো অবসরই নেবেন রুমানা। এতে অসন্তোষ জানাতে রুমানাকে ডাকা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল ওই সভায় উপস্থিত ছিলেন। রুমানাকে নিজেদের অসন্তোষের কথা জানায় বিসিবি। এরপর নিজের ভুল বুঝতে পারেন রুমানা।  

পরে ওই বৈঠক নিয়ে জানতে চাইলে নাদেল বলেছেন, ‘আমরা রুমানাকে ডেকেছিলাম। কোচ-নির্বাচকদের সঙ্গে কথা বলতে বলেছি। অনুশীলন করতে বলেছি। সে যদি ভালো করে, রিকোভারি করে। তার যে এখনও ফেরার সুযোগ রয়েছে সেটি জানিয়েছি। ’

রুমানার দেওয়া স্ট্যাটাস নিয়ে জানতে চাইলে নাদেল বলেন, ‘আসলে এটা নিয়ে ওভাবে সিরিয়াসলি কিছু বলেনি। রুমানা বলেছে আবেগী হয়ে দিয়েছে এই স্ট্যাটাস। আসলে এটা নিয়ে তাকে তেমন সিরিয়াস কিছু বলিনি। সে তো অভিজ্ঞ ক্রিকেটার। তাকে তো আমরা বাদ দেইনি। ’

‘এখন হয়তো নির্বাচক বা কোচ তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনায় তাকে হয়তো এই মুহূর্তে রাখেনি। এখনো তার সুযোগ আছে সে যদি অনুশীলনের মাধ্যমে থাকে, অন্যান্য জায়গায় থাকে, পারফর্মম্যান্স ভালো করে নিঃসন্দেহে রোমানাকে আবার ডাকা হবে। ’ 

এ বছরের ফেব্রুয়ারির পর জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে পারেননি রুমানা। শ্রীলঙ্কার পর ভারতের বিপক্ষেও স্কোয়াডে রাখা হয়নি দেশের হয়ে দুই ফরম্যাটে ১৩৪ ম্যাচে মাঠে নামা এ ক্রিকেটার। মূলত ফিটনেস ও ফর্মের কারণে বাদ পড়েছেন তিনি। হতাশা থেকেই ফেসবুকে ওরকম স্ট্যাটাস দিয়েছিলেন বলে জানা গেছে।  

বাংলাদেশ সময় : ১৭২২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।