ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গিবসের ২৩ বছর পর বাভুমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
গিবসের ২৩ বছর পর বাভুমা

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দল, কিন্তু একপ্রান্ত আগলে রেখে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করলেন অধিনায়ক টেম্বা বাভুমা। ক্রিকেটের ভাষায় যেটাকে বলা হয়, ক্যারি দ্য ব্যাট।

ওয়ানডে ইতিহাসে হার্শেল গিবসের  ২৩ বছর পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে এই কীর্তি গড়লেন বাভুমা।

ব্লমফন্টেইনে সিরিজে প্রথম ওয়ানডেতে টস দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। অজি পেসারদের তোপে রীতিমত ধসে পড়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইন-আপ। অলআউট হয় ২২২ রানে। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে ঢাল হয়ে দাঁড়ান বাভুমা। তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে ভর করে লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা।  

যদিও বাভুমাকে আউট না হয়েই সাজঘরে ফিরতে হয়। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে ১৪২ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১১৪ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান এসেছে মার্কো ইয়ানসেনের ব্যাট থেকে। তাকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৭ রানের জুটি গড়েন বাভুমা। এই জুটি ভাঙলেও লোয়ার অর্ডারদের নিয়ে চলতে থাকে বাভুমার লড়াই।

অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজেলউড তিন, মার্কাস স্টইনিস দুই এবং শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জ্যাম্পা ও ক্যামেরন গ্রিন শিকার করেন একটি করে উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান।

বাভুমার ২৩ বছর আগে প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন গিবস। ২০০০ সালে সেই ম্যাচে পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০১ রানেই অলআউট হয় প্রোটিয়ারা। তবে দলের সব ব্যাটার আউট হয়ে গেলেও ওপেন করতে নেমে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেছিলেন গিবস। এখন ওয়ানডেতে এই কীর্তি গড়া ১৩তম ব্যাটার হলেন বাভুমা।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।