ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন জ্যোতি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, সেপ্টেম্বর ২২, ২০২৫
বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন জ্যোতি ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় বসছে আট দলের এই আসর।

টুর্নামেন্ট শেষে কিছুটা সময় ঘরোয়া ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিশ্বকাপের আগে সংবাদ সম্মেলনে জ্যোতি জানান, টানা ক্রিকেট খেলতে খেলতে ওয়ার্কলোড বেড়ে গেছে। তাই বিশ্বকাপের পর বিশ্রাম নিয়ে নিজেকে আরও ফিট করতে চান তিনি।

জ্যোতি বলেন, ‘গত ছয় মাস ধরে নিয়মিত খেলছি। এখন শরীরকে ম্যানেজ করা জরুরি। জাতীয় দলে থাকতে হলে শতভাগ ফিট থাকা দরকার। তাই বিরতির পরিকল্পনা করেছি। ’

তবে এই বিরতি আন্তর্জাতিক ক্রিকেটে নয়, শুধুমাত্র ঘরোয়া লিগে। বিশেষ করে নারীদের এনসিএলে খেলবেন না বলে জানিয়েছেন জ্যোতি। তিনি বলেন, ‘এটা জাতীয় দল থেকে নয়, শুধু এনসিএল থেকে বিরতি। আমার জায়গায় অন্যরা খেলুক, ওটাই চাই। বিশ্বকাপ শেষে কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকব। ’

এরই মধ্যে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ নারী দলকে অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে খেলতে দেখা গেছে। তবে সিরিজের ফলাফল যায় ছেলেদের দখলে। প্রস্তুতি নিয়ে খোলাখুলি কথা বলেন জ্যোতি।

তিনি বলেন, ‘প্রস্তুতি হয়তো একদম আদর্শ হয়নি। তবে যেটুকু সুযোগ ছিল, আমরা তা কাজে লাগানোর চেষ্টা করেছি। অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে সব খেলোয়াড় জাতীয় দলের ছিল না, কয়েকজনকে বাইরে থেকে নেয়া হয়েছিল। তবুও স্বীকার করছি, আমরা প্রত্যাশামতো পারফর্ম করতে পারিনি। ’

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ