ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রিজার্ভ ডে নিয়ে একই সুর বিসিবি ও শ্রীলঙ্কা ক্রিকেটের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
রিজার্ভ ডে নিয়ে একই সুর বিসিবি ও শ্রীলঙ্কা ক্রিকেটের

এশিয়া কাপে হুট করেই নিয়মে আনা হয়েছে বদল। বৃষ্টির সম্ভাবনা থাকায় সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু বাকি ম্যাচগুলোতেও একই শঙ্কা থাকলেও সেগুলোতে কোনো বাড়তি দিন রাখা হয়নি। এক্ষেত্রে বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে ফাইনাল খেলার দৌড়ে পিছিয়ে পড়তে পারে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।  

এ নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট। একই সুরে তারা জানাচ্ছে, সম্মতি নিয়েই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

টুইটার নামে পরিচিত এক্স-এ নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বিসিবি লিখেছে, ‘এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখা অংশ নেওয়া চারটি দলের পরামর্শেই করা হয়েছে। ওই অনুযায়ী এসিসি তাদের টুর্নামেন্টের নিয়ম বদলেছে, সবাই এ ব্যাপারে সম্মতিও দিয়েছে। ’

প্রায় একই সময়ে লঙ্কান ক্রিকেট বোর্ড লিখেছে, ‘ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডে রাখার নিয়ম প্লেয়িং কন্ডিশনে অন্তর্ভূক্ত করা হয়েছে। এই বিষয়টিতে অবস্থান পরিষ্কার করছি আমরা, সুপার ফোরে অংশ প্রতিদ্বন্দ্বীতা করা চারটি দল ও এসিসির সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

দুই দেশ সম্মতি দিলেও দলগুলোর কোচরা এ নিয়ে নিজেদের অসন্তোষ জানিয়েছেন। শনিবার একে-অপরের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, এর আগে চন্ডিকা হাথুরুসিংহে ও ক্রিস সিলভারউড কথা বলেন এ বিষয়ে। টুর্নামেন্টের মাঝপথে নিয়ম বদলাতে অন্য কোথাও দেখেননি, এমন মন্তব্য করেন হাথুরু।  

বাংলাদেশ সময় : ১৩২৮ ঘণ্টা, ৯ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।