ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

হেডের সেঞ্চুরির পর হ্যাজেলউডের তোপে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, জানুয়ারি ১৮, ২০২৪
হেডের সেঞ্চুরির পর হ্যাজেলউডের তোপে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়ার কসাইখানায় ভেড়ার পাল ওয়েস্ট ইন্ডিজ- এমন মন্তব্য করেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি জেফ ডুজন। অ্যাডিলেড টেস্টের প্রথম দুই দিন দেখার তার কথায় খুঁত ধরার সুযোগ নেই।

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার দাপট দেখল সফরকারীরা। ২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ৭৩ রান নিয়ে।

২ উইকেটে ৫৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। শুরুতেই ক্যামেরন গ্রিনকে ফেরান শামার জোসেফ। কিন্তু ট্রাভিস হেড এসে পাল্টে দিলেন সব হিসেব। এক প্রান্তে কিছুটা বিরতি দিয়ে উইকেট পড়তে থাকলেও পাল্টা আক্রমণে ধুলোয় মিশিয়ে দেন তিনি। ঘরের মাঠে তুলে নেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। তার ব্যাটে চড়ে লিডের দেখা পায় অস্ট্রেলিয়া।  

৯৫ রানের লিড নিয়ে প্রথম ইনিংসে ২৮৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ১৩৪ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১১৯ রান করেন হেড। ক্যারিবিয়ানদের হয়ে ৫ উইকেট শিকার করেন অভিষিক্ত শামার জোসেফ।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে জশ হ্যাজেলউডের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তার বলে উইকেটের পেছনে যেন ক্যাচিং প্র্যাকটিস করছিল অজি ফিল্ডাররা। ১৯ রানের ভেতর একে একে ক্রেইগ ব্রাথওয়েট, ত্যাজনারাইন চন্দরপল, আলিক আথানেজ, কাভেম হজকে শিকার করেন ডানহাতি এই পেসার। এরপর কার্ক ম্যাকেঞ্জিকে (২৬) তুলে নেন ক্যামেরন গ্রিন। দিনের শেষ বলে জাস্টিন গ্রিভসকে (২৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ন্যাথান লায়ন। ১৭ রানে অপরাজিত থেকে কাল ফের ব্যাটিংয়ে নামবেন জশুয়া দা সিলভা।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।