ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

র‌্যাংকিংয়েও আফগানিস্তানকে টপকে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, সেপ্টেম্বর ১৭, ২০২৫
র‌্যাংকিংয়েও আফগানিস্তানকে টপকে গেল বাংলাদেশ ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে জয় কেবল আশা টিকিয়ে রাখেনি, সঙ্গে নিয়ে এসেছে সুখবরও। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে আফগানদের ৮ রানে হারিয়েছে লিটন দাসের দল।

এই জয়ের সুবাদে বুধবার আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আফগানিস্তানের সমান ২২২ রেটিং পয়েন্ট পেলেও মূল পয়েন্টে এগিয়ে থাকায় বাংলাদেশ এখন ৯ নম্বরে। আফগানরা নেমে গেছে ১০ নম্বরে। টাইগারদের মোট পয়েন্ট ১২,২২৩, আফগানদের ৮,২১৩।

বর্তমানে র‍্যাংকিংয়ের শীর্ষে ভারত (২৭১ রেটিং)। এরপর যথাক্রমে অস্ট্রেলিয়া (২৬৬), ইংল্যান্ড (২৫৭), নিউজিল্যান্ড (৪র্থ), দক্ষিণ আফ্রিকা (৫ম), ওয়েস্ট ইন্ডিজ (৬ষ্ঠ), শ্রীলঙ্কা (৭ম) ও পাকিস্তান (৮ম)।

এশিয়া কাপে এর আগে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোরের সমীকরণ জটিল হয়ে যায়। আফগানিস্তানকে হারানোয় টুর্নামেন্টে এখনো টিকে আছে টাইগাররা।

তবে সবকিছু নির্ভর করছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ওপর। আফগানদের হারালে স্বস্তিতে সুপার ফোরে যাবে বাংলাদেশ। কিন্তু আফগানিস্তান জিতলে নামতে হবে রান রেটের কঠিন হিসেবে।  

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ