ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বয়কটের অনিশ্চয়তার মধ্যেই এক ঘণ্টা পেছাল পাকিস্তানের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, সেপ্টেম্বর ১৭, ২০২৫
বয়কটের অনিশ্চয়তার মধ্যেই এক ঘণ্টা পেছাল পাকিস্তানের ম্যাচ

এশিয়া কাপে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বুধবারের খেলা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে দ্বিধায় আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এরই মধ্যে ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

লাহোরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে পিসিবির মুখপাত্র আমির মির জানান, ‘আলোচনা চলছে। চেয়ারম্যান মহসিন নাকভি সাবেক চেয়ারম্যান রমিজ রাজা ও নাজম সেতুর সঙ্গে কথা বলছেন। একইসঙ্গে দুবাইয়ের সঙ্গেও অনলাইন আলোচনায় আছি। আপাতত পাকিস্তান-ইউএই ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হলো। ’

তিনি আরও বলেন, চেষ্টা চলছে যেন কিছু ‘সুখবর’ দেওয়া যায়। চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন চেয়ারম্যান নাকভি নিজে।

এর আগে পাকিস্তানি গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, হ্যান্ডশেক বিতর্কের জেরে পাকিস্তান দল আমিরাতের বিপক্ষে মাঠে নামবে না। জিও নিউজের খবরে বলা হয়, খেলোয়াড়দের হোটেল রুমে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। টিম বাসে তাদের সরঞ্জামও নামানো হয়েছে। ডন নিউজটিভি দেখায়, স্টাফরা কিটব্যাগ বাসে তুলছেন এবং সেটি স্টেডিয়ামের পথে রওনা দিয়েছে। তবে খেলা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

পিসিবি এরই মধ্যে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন বাতিল করেছে। তবে অনুশীলনে অংশ নিয়েছে দল।

এর আগে গত রোববার ভারত ৭ উইকেটে জয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায়। পাকিস্তানের দাবি, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তাদের অধিনায়ক সালমান আলী আগাকে আগে থেকেই জানিয়েছিলেন, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলাবেন না।

এরপর পিসিবি পাইক্রফটকে ম্যাচ থেকে সরানোর দাবি জানালেও আইসিসি সেটি নাকচ করেছে। এদিকে আজ পাকিস্তান-আমিরাত ম্যাচেও পাইক্রফট দায়িত্বে থাকার কথা। যে কারণে এত জটিলতা তৈরি হয়েছে। ম্যাচ না হওয়ার অনিশ্চয়তাও দেখা দিয়েছে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ