ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

ওয়ালারের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, নভেম্বর ৮, ২০১৪
ওয়ালারের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ ম্যালকম ওয়ালার

ঢাকা: সফরকারী জিম্বাবুয়ের পার্ট-টাইম অফস্পিনার ম্যালকম ওয়ালারের বোলিং অ্যাকশনের বৈধ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের বিপক্ষে টেস্টে বোলিং করা ওয়ালারকে তাই বোলিং টেস্টের পরীক্ষা দিতে হবে।



২১ দিনের মধ্যে আইসিসি স্বীকৃত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হওয়া ওয়ালারকে।

তবে, রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বোলিং করে যেতে পারবেন ওয়ালার, এমনটি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

খুলনা টেস্টে ওয়ালারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ অফিসিয়ালরা। তিনি দুই ইনিংস মিলিয়ে ৬টি উইকেট নেন। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ওয়ালারের বোলিংয়ের বৈধতা নিয়ে যে রিপোর্ট করা হয়েছে তা জিম্বাবুয়ে দলের ম্যানেজার মুফারো চিতুরুমানির হাতে দেয়া হয়েছে।

১২ নভেম্বর বাংলাদেশ তৃতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ৮ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।