ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রয়োজনে রুবেলের বিকল্প যাবে

স্পোর্টস করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
প্রয়োজনে রুবেলের বিকল্প যাবে রুবেল হোসেন

ঢাকা: চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির করা মামলায় জাতীয় দলের পেসার রুবেল হোসেন কারাগারে যাওয়ায় বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে এই পেসারের। এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, রুবেল যদি দলের সঙ্গে যেতে না পারে তাহলে তার বিকল্প ভাবতেই হবে।

এটা নীতি নির্ধারকদের সঙ্গে বসে ঠিক করা হবে।

তবে রুবেলের বিষয়টি আদালতে থাকায় এ নিয়ে বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী।   তিনি বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর, এখনই কোন সিদ্ধান্তে আসা ঠিক হবে না। ২৪ জানুয়ারি বাংলাদেশ দল অস্ট্রেলিয়া যাবে,  এখনও কিছু সময় আছে, দেখা যাক কি হয়।

তাহলে রুবেলের বিকল্প কে হবে, এই প্রশ্নের জবাবে নিজাম উদ্দিনন চৌধুরী সুজন বলেন, ‘রুবেলের বিকল্প আছে, সফিউল একজন পেসার। তাকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে, দেখা যাক কি হয়। ’

নিজামউদ্দিন চৌধুরীর শেষ কথার রেশ ধরে বলা যায় সফিউল অস্ট্রেলিয়ার যাওয়ার জন্যে প্রস্তুতি নিতেই পারেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।