ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

অজি দলে নতুন মুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, জানুয়ারি ১২, ২০১৫
অজি দলে নতুন মুখ গুরিন্দার সান্দু

ঢাকা: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারতের মধ্যকার ত্রিদেশীয় ওডিআই সিরিজ সামনে রেখে অজি স্কোয়াডে দুই পেসারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দু’জনের মধ্যে গুরিন্দার সান্দুর ওডিআইতে অভিষেক ঘটতে যাচ্ছে।

অপরজন কেন রিচার্ডসন এর আগে আটটি ওডিআই ম্যাচ খেলেছিলেন।

এ সিরিজে অজি ফাস্ট বোলার মিচেল জনসনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে, তৃতীয় ম্যাচে দলে ফিরবেন জনসন। ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে দু’টি করে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ফেব্রুয়ারির ১ তারিখে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

গুরিন্দার ও রিচার্ডসনকে অতিরিক্ত বোলার হিসেবেই দলভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, দু’জনের কেউই বিশ্বকাপ স্কোয়াডে নেই। তাই ক্রিকেটের বিশ্ব আসরকে সামনে রেখে জনসন ছাড়াও বিশ্রামে থাকতে পারেন মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড।

আগামী ১৬ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে ‘কার্লটন মিড ওডিআই ট্রাই সিরিজ’র উদ্বোধন হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘন্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।