ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্রেট লি’র শেষ ম্যাচে সিডনীর সংগ্রহ ১৪৭ রান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
ব্রেট লি’র শেষ ম্যাচে সিডনীর সংগ্রহ ১৪৭ রান সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টির আসর বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোচার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছে সিডনী সিক্সার্স। ক্যানাবেরায় অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টির আসরের এ ফাইনালে সিডনীর হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন মইসেস হেনরিকেস।



এদিন যদিও দলীয় সাত রানে প্রথম দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সিডনী। তবে শেষ দিকে রায়ান কার্টারের সঙ্গে ৯৮ রানে জুটি গড়ে সে চাপ সামাল দেন হেনরিকেস। হেনরিকেস ইনিংসের শেষ বলে রান আউট হন। আর কার্টারের ব্যাট থেকে আসে অপরাজিত ৩৬ রান।

কিছুদিন আগে সব ধরণের ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নেওয়া ব্রেট লি’র এটিই শেষ ম্যাচ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়ার সাবেক এ পেস বোলার জানিয়েছেন, এ ম্যাচের পরই তিনি আর ক্রিকেট মাঠে খেলোয়াড় হিসেবে নামবেন না।

পার্থের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন জেসন বেহানড্রফ, নাথান কোল্টার-নাইল, ইয়াসির আরাফাত ও ব্র্যাড হগ।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।