ঢাকা: আর কিছু পরেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক।
পুল-বি এর এই দু’দলই নিজেদের প্রথম ম্যাচে হারায় জয়ের জন্য মরিয়া হয়ে লড়ার প্রস্তুতি নিচ্ছে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর বেশ এলোমেলো হয়ে পড়েছে ক্যারিবীয়রা। অন্যদিকে বিশ্বকাপ মঞ্চে ভারতের কাছে ষষ্ঠবারের হারের ধাক্কা সামলে উঠতে পারেনি পাকিস্তান।
দু‘দলের সাম্প্রতিক ফর্মও যাচ্ছেতাই। সর্বশেষ ১৩টি ম্যাচের ১১টিতেই হেরেছে পাকিস্তান। অন্যদিকে সর্বশেষ ৮ ম্যাচের একটিতে মাত্র জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ক্যারিবীয়রা। ১২৬ ম্যাচে ৬৮ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্য দিকে পাকিস্তান জিতেছে ৫৫ ম্যাচে। মুখোমুখি লড়াইয়ের তিনটি ম্যাচ টাই হয়।
বিশ্বকাপে ৯ বারের দেখায় ৬ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ বাকি ৩ বার জয়ের দেখা পায় পাকিস্তান। গত বিশ্বকাপের পর এ পর্যন্ত মুখোমুখি ১১ ম্যাচের ৬ ম্যাচে জিতেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৪টি, বাকি ম্যাচটি টাই।
পাকিস্তান দলঃ মিসবাহ উল হক, আহমেদ শেহজাদ, এহসান আদিল, হারিস সোহেল, মোহাম্মদ ইরফান, সরফরাজ আহমেদ, নাসির জামসেদ, রাহাত আলী, শহীদ আফ্রিদি, সোয়েব মাকসুদ, ইউনুস খান, উমর আকমল, ইয়াসির শাহ, সোহেল খান এবং ওয়াহাব রিয়াজ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, সুলেমান বেন, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, শেলডন কর্তেল, ক্রিস গেইল, নিকিতা মিলার, দিনেশ রামদিন (উইকেটকিপার), কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, লেনডল সিমন্স, ডোয়াইন স্মিথ ও জেরম টেইলর।
বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৫