ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তানের অপ্রত্যাশিত বিশ্বরেকর্ড

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, ফেব্রুয়ারি ২১, ২০১৫
পাকিস্তানের অপ্রত্যাশিত বিশ্বরেকর্ড

ঢাকা: ক্রাইস্টচার্চে নতুন এক ইতিহাসই গড়লো পাকিস্তান। শনিবার ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩১১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ১ রান তুলতে প্রথম চার ব্যাটসম্যানের উইকেট হারিয়ে রেকর্ডটি করে ফেলে পাকিস্তান।

৩৬০৮ টি আন্তর্জাতিক ম্যাচে ইনিংস সূচণায় এমন বাজে অবস্থা এর আগে দেখেনি ক্রিকেট বিশ্ব।

ব্যাটিংয়ে নেমে প্রথম ৩.১ ওভারে ১ রান তুলতেই চার উইকেট হারায় পাকিস্তান দল। সেই সঙ্গে অপ্রত্যাশিত রেকর্ড হিসেবে খাতাবন্দী হয় পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুর ‘সাইক্লোন’টি ।

পাকিস্তানের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামেন আহমেদ শেহজাদ এবং নাসির জামসেদ। ইনিংসের দ্বিতীয় বলেই জামসেদকে ফেরান (০) জেরম টেইলর। আর শেষ বলে ফেরান ইউনুস খানকে (০)। এক রানে পাকিস্তান হারায় দুই উইকেট। টেলরের দ্বিতীয় ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন হারিস সোহেল (০)। আর আহমেদ শেহজাদকে (১) ফেরান হোল্ডার।

এর আগে ইনিংস সূচণায় সবচেয়ে বাজে শুরুর রেকর্ডটি ছিল আইসিসির সহযোগি দেশ কানাডার। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চার রানে চার উইকেট হারিয়ে বাজে ইনিংস সূচনায় এগিয়ে ছিল তারা।

এবার কানাডাকেও ছাপিয়ে গেল পাকিস্তান দল। পাকিস্তানের এমন সূচণায় একটু স্বস্তি পেতেই পারে কানাডা।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘন্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।