ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

দেড়শতকের পরও রোখা গেল না দিলশানকে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
দেড়শতকের পরও রোখা গেল না দিলশানকে

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দেড় শতক হাঁকিয়েও অপরাজিত থাকলেন লংকান ওপেনার তিলকারত্নে দিলশান। ক্যারিয়ারের ২১তম শতক ‍তুলে নেওয়ার পর খুব দ্রুত দেড়শতক পূরণ করেন তিনি।

শেষ পর্যন্ত ১৬১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এ হার্ডহিটার। বাংলাদেশের বিপক্ষে চতুর্থবারের মতো তিন অংকের ঘর ছুঁলো দিলশানের রান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এ খেলা শুরু হয়। এতে শ্রীলংকার পক্ষে ওপেন করতে নামেন দিলশান ও লাহিরু থিরামান্নে।

থিরামান্নের সঙ্গে ১২২ রানের পার্টনারশিপের পর সাঙ্গাকারা খেলতে এলে তার সঙ্গে জুটি বেধে সেঞ্চুরি হাঁকিয়ে নেন এই টপঅর্ডার ব্যাটসম্যান। শেষ পর্যন্ত সাঙ্গাকার‍ার সঙ্গে ২১০ রানের জুটি বেঁধে ব্যক্তিগত দেড়শতক পেরিয়ে যান দিলশান। দলের রানের চাকা ৩৩২-এ পৌঁছানোর পথে ১৪৬ বলে ২২ চারের মারে ১৬১ রান সংগ্রহ করেন দিলশান।

অবশ্য, তার সঙ্গে থেকে নিজের ৪০০তম ম্যাচে শতক হাঁকিয়ে অপরাজিত থেকেছেন কুমার সাঙ্গাকারাও (৭৬ বলে ১৭৫)।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।