ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

লোয়ার অর্ডারে রেকর্ড গড়ে সাব্বিরের অর্ধশতক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
লোয়ার অর্ডারে রেকর্ড গড়ে সাব্বিরের অর্ধশতক সাব্বির রহমান

ঢাকা: ক্যারিয়ারে সাব্বিরের প্রথম অর্ধশতক পূর্ণ হলো। করলেন ৬১ বলে ৫৩ রান।



দলের বিপর্যয়ের মধ্যে ব্যাট করতে নেমে অনেকখানি স্বস্তির অর্ধশতক। তবে দল জয় পেলো না ঠিকই কিন্তু এই ইনিংস দিয়ে ছোট্ট একটা অর্জন গড়লেন এই অলরাইন্ডার।

বাংলাদেশের পক্ষে বিশ্বকাপের কোনো ম্যাচে আট নম্বরে ব্যাট করতে নেমে সাব্বির রহমান গড়ে ফেললেন সর্বোচ্চ রানের রেকর্ড। এরআগে যা ছিল ৩৭ রানের। তা ছাপিয়ে সাব্বির কীর্তি গড়লেন ৫৩ রানের। আর এটি তার ক্যারিয়ারের সেরা ইনিংসও বটে। এরআগে তার সেরা ছিল অপরাজিত ৪৪ রান।

বাংলাদেশ সময়: ১৭২৪ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।