ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্যাম্পিং সাঙ্গাকারার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্যাম্পিং সাঙ্গাকারার

ঢাকা: ক্রিকেট বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্যাম্পিংয়ের মাইলফলক ছুঁলেন শ্রীলংকান উইকেটকিপার কুমার সাঙ্গাকারা। নিজের ৪০০তম ম্যাচে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজাকে স্ট্যাম্পিং করে এ অনন্য নজির গড়েন তিনি।



বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের এ ম্যাচ অনেক কারণেই ‍সাঙ্গাকারার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

এই ম্যাচ যেমন তার ৪০০তম ম্যাচ, তেমনি এতে শতক করার গৌরবও অর্জন করেন তিনি। দু’টি ক্যাচ নেওয়ার পাশাপাশি দিলশানের বলে মাশরাফিকে স্ট্যাম্পড করে ৫০ ডিসমিসালের নজির গড়েন সাঙ্গাকারা।

এক্ষেত্রে এখন তার আগে আছেন কেবল অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।