ঢাকা: নিজের ৩৭তম জন্মদিনে ক্রিকেটকে বিদায় জানান ভারতের এক সময়কার ড্যাশিং ওপেনার বিরেন্দর শেওয়াগ। ২০০৭ সালেই অবসর নিতে চেয়েছিলেন তিনি।
ভারতের জাতীয় দলের হয়ে ২০১৩ সালের জানুয়ারিতে সর্বশেষ ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিলেন শেওয়াগ। সে বছরই মার্চে টিম ইন্ডিয়ার হয়ে সাদা পোশাকে সর্বশেষ খেলেছিলেন তিনি। চলতি বছরের ২০ অক্টোবর ক্রিকেট থেকে বিদায় নেন তিনি।
নিজের বিদায় প্রসঙ্গে শেওয়াগ বলেন, ‘প্রত্যেক ক্রিকেটার চায়, নিজের ক্যারিয়ারের সব থেকে ভালো সময়ে অবসর নিতে। আমিও ঠিক তাই চেয়েছিলাম। ক্যারিয়ারের ভালো একটি সময়ে বিদায়ী ভাষণ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলাম। ২০০৭ সালে যখন আমি দল থেকে ছিটকে পড়লাম, তখনই চেয়েছিলাম ক্রিকেটকে ‘না’ বলে দিতে। কিন্তু সে সময় টেন্ডুলকার আমাকে অবসর নিতে দেয়নি।
তবে, এজন্য মোটেই টেন্ডুলকারকে দায়ী করছেন না ভারতের হয়ে ১০৪টি টেস্ট আর ২৫১টি ওয়ানডে ম্যাচ খেলা শেওয়াগ।
টিম ইন্ডিয়ার ওয়ানডে দলে শেওয়াগ ৮২৭৩ রানের পাশাপাশি ১৫টি শতক আর ৩৮টি অর্ধশতক হাঁকিয়েছিলেন। সাদা পোশাকে ১৮০ ইনিংস খেলে তার রান ৮৫৮৬। টেস্টে ২৩টি শতকের পাশাপাশি তার রয়েছে ৩২টি অর্ধশতক।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৫
এমআর