ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষে ক্যারিবীয়রা, দশে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
শীর্ষে ক্যারিবীয়রা, দশে টাইগাররা ছবি: সংগৃহীত

ঢাকা: ১১৮.৩৬ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি’র টি-টোয়েন্টি ফরমেটের সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। এ তালিকায় দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।



সদ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০তে হেরেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের এমন পরাজয়ে এক নম্বরে এসেছে ক্যারিবীয়রা।

শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সমান ১১৮ রেটিং পয়েন্ট পেয়েছে। অজিদের পরেই রয়েছে এক রেটিং কম পাওয়া ইংল্যান্ড। তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ১১৫ রেটিংপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকা। ১১৪ রেটিং নিয়ে ছয় নম্বরে নিউজিল্যান্ড। আর সাত নম্বরে রয়েছে কিউইদের সমান রেটিং পয়েন্ট পাওয়া পাকিস্তান।

সবশেষ প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান দশম। ৬৯ রেটিং পয়েন্ট পাওয়া টাইগারদের উপরে রয়েছে ৮০ রেটিংপ্রাপ্ত আফগানিস্তান। আর আট নম্বরে রয়েছে ১১০ রেটিং অর্জন করা টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।