ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্বত্ব পেয়েছে ওয়ালটন। সিরিজটির নাম হবে, ‘ওয়ালটন টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ২০১৬ পাওয়ার্ড বাই মার্সেল’।



মঙ্গলবার (১২ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির পরিচালক ও মার্কেটিং অ্যান্ড কমার্সিয়াল চেয়ারম্যান কাজী এনাম আহমেদ, এক্সিম টেকনোলজির ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান বিন ফারুক, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান এবং ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম।

টাইগারদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার (১২ জানুয়ারি) খুলনায় পৌঁছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ।

সোমবার (১১ জানুয়ারি) বিকেল ৫টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে এলটন চিগুম্বুরার দল।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৬/আপডেট: ২১২৪ ঘণ্টা
এমআর/এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।