ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে সিরিজ শেষ মুশফিকের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
জিম্বাবুয়ে সিরিজ শেষ মুশফিকের ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের দল থেকে ছিটকে পড়লেন মুশফিকুর রহিম। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।

রোববার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ের সময় (১৬তম ওভারে) দুই রান নিতে গিয়ে চোট পান মুশফিক। ২৪ রানে অপরাজিত থাকা মুশফিক রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

মুশফিকের ইনজুরি প্রসঙ্গে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পড়ে মুশফিকের। স্ক্যান করতে  সোমবার ঢাকায় যেতে হবে তাকে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। তবে মুশফিকের ঠিক কতদিন লাগবে তা স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর বলা যাবে।

সংশোধিত বাংলাদেশ স্কোয়াড:  মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, আরাফাত ‍সানি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ ও মু্ক্তার আলী।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।