ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ের কাছে গিয়ে ড্র করলো ইস্ট জোন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
জয়ের কাছে গিয়ে ড্র করলো ইস্ট জোন

ঢাকা: দ্রুত রান তুলে জয়ের খুব কাছে চলে গিয়েছিল ইসলামী ব্যাংক ইস্ট জোন। বিসিএলের প্রথম রাউন্ডের ম্যাচে ওয়ালটন সেন্ট্রাল জোনের দেয়া ২০৮ রানের লক্ষ্য ছোঁয়ার ‍আগেই অবশ্য চতুর্থ দিনের খেলা শেষ হলে ড্র হয় ম্যাচটি।

  দ্বিতীয় ইনিংসে তারা তোলে পাঁচ উইকেটে ১৮৩ রান।
 
সংক্ষিপ্ত স্কোর:
ওয়ালটন সেন্ট্রাল জোন- ৩৯৪ ও ১৬৮
ইসলামী ব্যাংক ইস্ট জোন- ৩৫৫ ও ১৮৩/৫
ফল: ম্যাচ ড্র

ইস্ট জোনের ওপেনার তাসামুল হকের দারুণ ব্যাটিংয়ে ৪১ ওভারে ১৮৩ অব্দি যায় তারা।   ‍তাসামুল হক ৯১ রানে অপরাজিত থাকেন। কামরুল ইসলাম রাব্বি অপরাজিত থাকেন ১৯ রান করেন। এ দুই ব্যাটসম্যান শেষ দিকে আরেকটু হাত খুলে ব্যাট চালালে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়তে পারতেন।  

সেন্ট্রাল জোনের মিডিয়াম পেসার সৈকত আলী নেন তিনটি ‍ উইকেট। ‍

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিনের করা তিন উইকেটে ৬৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে সেন্ট্রাল জোন। আবু জায়েদ রাহি ও আবুল হাসানের পেস আক্রমণে ১৬৮ রানে শেষ হয় সেন্ট্রাল জোনের দ্বিতীয় ইনিংস।   সর্বোচ্চ ৪৬ রান আসে তানভির হায়দারের ব্যাট থেকে।  

আবু জায়েদ রাহি চারটি ও আবুল হাসান নেন তিনটি উইকেট।   
 
প্রথম ইনিংসে শতকের (১২৯) পর  দ্বিতীয় ইনিংসে ৪৬ করায় ম্যাচ সেরা হন তানভির হায়দার।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৫ জানুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।