ঢাকা: ২০১৭ সালে বাংলাদেশ সফরে আসার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সফরটি আগামী বছরের জুলাই অথবা সেপ্টেম্বরে হতে পারে বলে জানিয়েছে তারা।
এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রথান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘অফ-লাইনে’ কথা হয়েছে। যেখানে সফরটি ২০১৭ সালে হতে পারে।
বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর রিকি পন্টিংয়ের অধীনে ২০০৬ সালের পর আর কোন পূর্ণাঙ্গ সফর করেনি অস্ট্রেলিয়া। তবে ২০০৭ সালে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিলো দলটি।
গত বছরের অক্টোবরে মিরপুর ও চট্টগ্রামে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলার কথা ছিলো অজিদের। এরই লক্ষ্যে ১৫ সদস্যের দলও ঘোষণা করেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সফরের ৪৮ ঘণ্টা আগে নিরাপত্তা শঙ্কা জানিয়ে সিরিজটি স্থগিত করে দলটি।
সদ্য শেষ হওয়া বাংলাদেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও নিরাপত্তাজনিত কারণে সফর করেনি অজি তরুণরা। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে একমাত্র অস্ট্রেলিয়াই এই সফরে আসেনি। যেখানে চ্যাম্পিয়নের মুকুট পড়ে ওয়েস্ট ইন্ডিজ যুবারা।
এদিকে সাদারল্যান্ড জানিয়েছেন, দু’দেশের ক্রিকেট বোর্ডই সিরিজটি আগামী বছরের জুলাই অথবা সেপ্টেম্বরে খেলার ব্যাপারে আগ্রহী। তিনি বলেন, ‘আমরা অফ-লাইনে বিসিবি’র সঙ্গে আলোচনা করেছি। তারা জানে স্থগিত হওয়া সফরটি করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তবে অবশ্যই নিরাপত্তার বিষয়টি সবার আগে থাকবে। কিন্তু সেখানে খেলতে আমরা তৎপর। ’
ইংল্যান্ডে আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপর জুলাইয়ে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। পরে অগাস্টে আবার বাংলাদেশ যাবে অস্ট্রেলিয়ায়, যেখানে টাইগাররা ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলবে। অক্টোবরে বাংলাদেশের আরেকটি সফর দক্ষিণ আফ্রিকায়।
অন্যদিকে জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির পর অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সূচি নেই অস্ট্রেলিয়ার। তাই জুলাইয়ের শেষ দিকে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের আগে, কিংবা বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের পরে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে অস্ট্রেলিয়া। তাই পর পর সিরিজ আয়োজন নিয়েই এখন আলোচনা করছে দুই দেশের বোর্ড।
বাংলাদেশ সময়: ১৮২৮/আপডেট ১৯০৪ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৬
এমএমএস