ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সফরকারীদের জন্য ভারত কঠিন জায়গা: মরগান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
সফরকারীদের জন্য ভারত কঠিন জায়গা: মরগান ইয়ন মরগান/ছবি: সংগৃহীত

ভারত সফরে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজ নিয়ে চিন্তিত ইংল্যান্ডের সীমিত ওভারের দলপতি ইয়ন মরগান। ওয়ানডে সিরিজ শুরুর আগে ইংলিশ এই দলপতি জানান, ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ সকলের জন্যই বেশ কঠিন। তবে, এই সিরিজটি তাদের জন্য বিশেষ অভিজ্ঞতা হতে যাচ্ছে বলেও জানান মরগান।

১৫ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড৷ তার আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে মরগান বাহিনী। এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্বে দেবেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷

মুম্বাইয়ে অনুশীলন শেষে মরগান জানান, ‘আমি এই সিরিজটির জন্য অপেক্ষা করছি।

ভারতের মাটিতে সিরিজ খেলা যেকোনো সফরকারী দলের জন্যই কঠিন। স্বাগতিক ভারতের বিপক্ষে খেলা আমাদের জন্য বিশেষ অভিজ্ঞতা হিসেবেই থাকবে। তারা সত্যিই অনেক শক্তিশালী একটি দল। আর নিজেদের মাটিতে তারা সফরকারীদের চেপে ধরতে পটু। এই সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জ। ’

ভারতের সীমিত ওভারের নতুন দলপতি বিরাট কোহলির দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজও খেলবে ইংলিশরা। এর আগে অ্যালিস্টার কুকের নেতৃত্বে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে (০-৪) হেরেছে সফরকারী ইংল্যান্ড৷

মরগান আরও জানান, ‘এটা সংক্ষিপ্ত একটি সিরিজ। আর এটা থেকে শেখার আছে অনেক কিছু। টেস্ট সিরিজ থেকে এটা সম্পূর্ণই ভিন্ন একটি সিরিজ হবে বলে আশা করছি। আমাদের ভিন্ন একটি দল সীমিত ওভারের ম্যাচে মাঠে নামবে। ভারত কোহলির মতো দুর্দান্ত এক অধিনায়কের নেতৃত্বে খেলবে। সে অসাধারণ এক নেতা। তবে, আমরা যেকোনো ওয়ানডে সিরিজের আগে খুব ভালোভাবে নিজেদের প্রস্তুত করি। দলের সবাই এই সিরিজটি খেলতে মুখিয়ে আছে। ’

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ০৯ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।