ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, জুন ৯, ২০১৭
জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ-ছবি:সংগৃহীত

একটি ম্যাচে জয় ও বাকি কিছু সমীকরণ। সব ঠিক ঠাক হলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। যেখানে আসরটির শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই।

শুক্রবার (৯ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কার্ডিফের সোফিয়া গার্ডেনসে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। ‘এ’ গ্রুপে এটিই দু’দলের শেষ ম্যাচ।

পরদিন বার্মিংহামে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া।

দুই ম্যাচ শেষে বাংলাদেশের সমান ১ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তলানিতে কিউইরা। টানা দুই জয়ে সবার আগে সেমি নিশ্চিত করে স্বাগতিক ইংল্যান্ড। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অজিরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ সামনে রেখে এই কার্ডিফেই অস্ট্রেলিয়া বধের সুখস্মৃতি উঁকি দিচ্ছে বাংলাদেশকে। যোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। ২০০৫ সালে অজিদের হারানোর সেই ঐতিহাসিক ম্যাচটির একমাত্র সাক্ষী বর্তমান দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এই গ্রাউন্ডে নিজেদের ক্রিকেট ইতিহাসে একটি ম্যাচই খেলেছে লাল-সবুজের জার্সিধারীরা। তাইতো বলাই যায়, কার্ডিফে অপরাজিত বাংলাদেশ। অন্যদিকে, চলতি আসরে এখানে এরই মধ্যে একটি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড।

গত ৬ জুনের ম্যাচটিতে ইংলিশদের কাছে ৮৭ রানে হেরে অসহায় আত্মসমর্পণই করে ব্ল্যাক ক্যাপসরা। সঙ্গী হয় হতাশা। সেমির দৌড়ে টিকে থাকতে দুঃস্মৃতি নিয়েই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে কেন উইলিয়ামসনের দল।

সব মিলিয়ে কার্ডিফে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলেছে নিউজিল্যান্ড। টানা তিনটি জয়ের পর শুরু ছন্দপতন! সবশেষ দুই ম্যাচেই হার। দু’টিই আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। গত আসরে (২০১৩) কার্ডিফে গ্রুপপর্বে দু’টি ম্যাচ খেলেছিল তারা। শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়ের পর হার মানে ইংল্যান্ডের কাছে।

এর আগে কার্ডিফে ১৯৯৯ বিশ্বকাপের গ্রুপপর্বে অস্ট্রেলিয়াকে ও ২০০৪ সালের ত্রিদেশীয় ন্যাটওয়েস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ৯ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।