ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

ধাওয়ানের রেকর্ড সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৯, জুন ৯, ২০১৭
ধাওয়ানের রেকর্ড সেঞ্চুরি ধাওয়ানের রেকর্ড সেঞ্চুরি-ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে নিজের তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন শিখর ধাওয়ান। ব্যাক্তিগত সপ্তম চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে এসেই এ কীর্তি গড়লেন তিনি। শ্রীলঙ্কানদের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ এর অষ্টম ম্যাচে সেঞ্চুরি তুলে নেন ধাওয়ান।

আন্তর্জাতিক ম্যাচে বাজে ফর্মে থাকা ধাওয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেই খুঁজে পেয়েছেন হারানো ফর্ম। প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে করেছেন ৬৮ রান।

এবার আর ফিফটিতে আটকে নেই তিনি। শতক হাঁকিয়ে বসেছেন লঙ্কানদের সাথে ২য় ম্যাচে। ১১২ বলে তুলে নেন শতক। ১৫ চার আর এক ছয়ে ১২৮ বলে ১২৫ করে থামেন তিনি। আর এ ফলে হার্শেল গিবস, ক্রিস গেইল ও স্বদেশী সৌরভ গাঙ্গুলির সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি করে শতক এলিট ক্লাবে নাম লিখালেন এবার ধাওয়ান।

এ টুর্নামেন্টে মোট সাত ম্যাচে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করেছেন ২০১৩ সাল থেকে। আর এই ১২৫ রানই তার সর্বোচ্চ। আইসিসির টুর্নামেটে ১৫ ম্যাচ খেলে ৯৬৮ রান করেছেন ধাওয়ান। ৬৯ গড়ে তার ঝুলিতে আছে পাঁচ শতক। তার সাত ম্যাচে রান যথাক্রমে, ১১৪, ১০২, ৪৮, ৬৮, ৩১, ৬৮ ও ১২৫।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসকে পেছনে ফেলে ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি রানের গড়ের রেকর্ড গড়লেন ধাওয়ান। এখন পর্যন্ত ১১ ম্যাচে ৭৯ গড়ে ৭১১ রান করেছেন তিনি। রিচার্ডস ৬৪.০৪ গড়ে ৩১ ম্যাচে ১ হাজার ৩৪৫ রান করেছেন।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ০৯ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।