ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবুধাবির ম্যাচে শেষ দিনের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
আবুধাবির ম্যাচে শেষ দিনের অপেক্ষা ছবি: সংগৃহীত

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। চতুর্থ দিন পার হলেও সুবিধাজনক অবস্থানে নেই কোনো দল। ড্র’র পথে এগুবো নাকি ম্যাচটি কোনো ফল দেখবে সেটা বোঝার জন্য শেষ দিনের অপেক্ষায় থাকতে হচ্ছে।

প্রথম ইনিংসে লঙ্কানদের ৪১৯ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান ৪২২ রান তুলেছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা চতুর্থ দিন শেষে ৪ উইকেট হারিয়ে তুলেছে ৬৯ রান।

তাতে, ৬৬ রানের লিড নিয়েছে লঙ্কানরা।

আগে ব্যাট করা লঙ্কানরা ১৫৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৪১৯ রান। ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে রান আউট হওয়ার আগে করেন ৯৩ রান। তার ২০৫ বলের ইনিংসে ছিল মাত্র ৫টি বাউন্ডারির মার। আরেক ওপেনার কুশল সিলভা করেন ১২ রান। তিন নম্বরে নামা লাহরু থিরিমান্নে কোনো রান না করেই ফেরেন। কুশল মেন্ডিসও (১০) ইনিংস লম্বা করতে পারেননি। দলপতি দিনেশ চান্দিমাল ৩৭২ বলে ১৪টি বাউন্ডারিতে করেন ১৫৫ রান। অপরাজিত থাকেন লঙ্কান দলপতি। উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান দিকওয়েলা ১১৭ বলে ৯টি চার আর একটি ছক্কায় করেন ৮৩ রান। ৩৩ রান করেন দিলরুয়ান পেরেরা।

পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ তিনটি আর মোহাম্মদ আব্বাস তিনটি করে উইকেট নেন। হাসান আলি দুটি এবং হারিস সোহেল একটি উইকেট লাভ করেন।

প্রথম ইনিংসে পাকিস্তানের ওপেনার শান মাসুদ ৫৯ এবং সামি আসলাম ৫১ রানে বিদায় নেন। আজহার আলি ৮৫ রান করেন। এছাড়া, আসাদ শফিক ৩৯ এবং বাবর আজম ২৮ রান করেন। হারিস সোহেলের ব্যাট থেকে আসে ৭৬ রান। দলপতি সরফরাজ আহমেদ ১৮ এবং হাসান আলি ২৯ রান করেন। লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ পাঁচটি উইকেট নেন। দুটি করে উইকেট পান নুয়ান প্রদীপ আর সুরাঙ্গা লাকমল। দিলরুয়ান পেরেরা একটি উইকেট পান।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার করুনারত্নে ১০ এবং কুশল সিলভা ২৫ রানে বিদায় নেন। তিন নম্বরে নামা লাহিরু থিরিমান্নে করেন ৭ রান। দলপতি দিনেশ চান্দিমালও বিদায় নেন ৭ রান করে। অপরাজিত আছেন ১৬ রান করা কুশল মেন্ডিস। পাকিস্তানের ইয়াসির শাহ দুটি আর একটি করে উইকেট নিয়েছেন আসাদ শফিক-হারিস সোহেল।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ১ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।