ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ দিন ভীতি ছড়াবে না মরকেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
শেষ দিন ভীতি ছড়াবে না মরকেল ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন কিছুটা হলেও স্বস্তি নিয়ে ব্যাট করতে পারবে বাংলাদেশ। কেননা চতুর্থ দিনের শেষ বিকেলে সাইড স্ট্রেইনের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন প্রোটিয়া পেসার মরনে মরকেল। তবে তাকে ছাড়াই জয় পেতে মরিয়া স্বাগতিকরা।

চতুর্থ দিন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতে ভয়ঙ্কর হয়ে ওঠেন মরকেল। প্রথম ওভারেই তামিম ইকবাল ও মুমিনুল হককে বিদায় করে নিজেকে জানান দেন এ ডানহাতি।

পরে মুশফিককেও বোল্ড করেন, কিন্তু ‘নো’ বলের জন্য তা বাতিল হয়।

মরকেল এর আগে প্রথম ইনিংসেও দুই উইকেট নিয়েছিলেন। তবে এবারে তার ইনজুরি শুধু এই ম্যাচেই নয়, আগামী ৬ অক্টোবর থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও তাকে অনিশ্চয়তার মধ্যে রেখেছে।

মরকেল না থাকায় বোলিং আক্রমণের দায়িত্ব থাকবে তরুণ পেসার কাগিসো রাবাদার কাঁধে। সঙ্গে আছেন দুই পেসার ডুয়ানে অলিভিয়ের ও অভিষিক্ত আন্দিল ফেলুকওয়ায়ো।

দ.আফ্রিকা প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ ৩২০ রানে অলআউট হয়। স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ফের ছয় উইকেট হারিয়ে ২৪৭ রানে ঘোষণা করে। টাইগারদের টর্গেট দাঁড়ায় ৪২৪। যেখানে তিন উইকেট হারিয়ে ৪৯ রানে চতুর্থ দিন শেষ করেছে। জয়ের জন্য এখনও ৩৭৫ রান দরকার।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।